শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ : ‘এসো করি রক্তদান রক্তদানে বাঁচে একটি প্রাণ’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে মুন্সীগঞ্জে জীবন জীবনের জন্য ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল আটটা থেকে দিনব্যাপী শহীদ মিনার প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, ‘আপনার প্রয়োজনে আপনার পাশে’- এই স্লোগানকে সামনে রেখে বেশ কয়েকজন উদ্যমী স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে নিয়ে ২০২৪ সালের মে মাসে সংগঠনটি প্রতিষ্ঠা করেন জহিরুল ইসলাম জীবন। আজ ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জীবনের জন্মদিন। এ উপলক্ষে সোমবার দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। ইতিমধ্যেই সংগঠনটি স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানায়, সোমবার সকাল থেকে বিভিন্ন বয়সের লোকজন এসে রক্তের গ্রুপ জেনে চলে যাচ্ছেন। কেউ কেউ এই প্রথমবারের মতো পরীক্ষা করতে এসেছেন।
মাদক, ইভটিজিং, সন্ত্রাস এ সমস্ত খারাপ কাজ থেকে দূরে থেকে তরুণরা এ ধরনের মানব সেবামূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবা নিতে আসা বেশ কয়েকজন বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গ।
নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছেন বলে জানান ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জীবন।
তিনি জানান, রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দৌড়াদৌড়ি করতে হয় না। সহজেই রক্ত সংগ্রহ করা যায়।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা