মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে তরমুজসহ বিভিন্ন ফলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে এবং কৃষিজমি রক্ষায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
বৃহস্পতিবার বিকালে মুরাদনগর সদর বাজারের তরমুজ ও বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান।
এ সময় মূল্য তালিকা না রাখায় ৩টি ফল দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা এবং রাস্তা দখল করে ফল রাখার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করেন।
অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে উপজেলার আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর ও চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ২ টি মামলায় মো: আরিফ ও মো: সাইদুর রহমান নামের দুইজনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট এবং একটি এক্সক্যাভেটর আটক করা হয়েছে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা