
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
মুরাদনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার

মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ১০টায় ভূতাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে ব্রেস্ট অফ ত্রি ফাইনাল খেলায় নবীনগর থানার চেচড়া রাইটার্স টিমকে (০-২ ) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঙ্গরা বাজার থানাধীন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী দলকে ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
ভূতাইল গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঁইয়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, চৌধুরী আবুল হোসেন, আব্দুস সাত্তার, আশব আলী, অহিদ মিয়া, মোঃ ইউনুছ, ফরিদ মেম্বার, গোলাম কিবরিয়া, আব্দুল বাতেন, শাহিনুল ইসলাম, হাবিবুর রহমান, দিদার হোসেন খান, কবির হোসেন প্রমুখ। আকর্ষণীয় এই টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য মাহাবুল হাসান সরকার কমল, মীর সুমন, মনির হোসেন, সোহেল মুন্সী, মুন্সী মাহফুজ, আশরাফুল ইসলাম বাবু, গোলাম রসুল,জিয়াউল, সুজন মুন্সী, রিফাত ইবনে বাশার, রাসেল রানা, রিপন ,তৌশিব হোসেন, ফারুক,সিজান, হোসাইন আহমেদ, মোঃ হৃদয় এবং ভূতাইল গ্ৰামের যুবসমাজ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন মাদকের বিরুদ্ধে এবং ক্রীড়াক্ষেত্রে যুবসমাজকে উৎসাহিত করতে এই জমজমাট খেলার আয়োজন করা হয়। এতে ১৬ টি দল অংশগ্রহণ করেছেন এবং ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপভোগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা