মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর-নেয়ামতপুর সড়কের মোচাগড়া চেয়ারম্যান বাড়ীর মোড় থেকে স্থানীয় কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে।
গত ১৫/২০ দিন যাবত রাস্তা সংস্কারের কাজ নিম্ন মানের উপকরণ দিয়ে দিয়ে চলছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার লালমাটি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে।
জানা গেছে, উপজেলার বাখরনগর-নেয়ামতপুর সড়কটির কার্পেটিং উঠে যাওয়ায় রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়। জনদুর্ভোগ করতে মোচাগড়া চেয়ারম্যান বাড়ীর মোড় থেকে মোচাগড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ৩৭০ মিটার সড়ক কার্পেটিং করে সংস্কারের জন্য এলজিইডি টেন্ডার দেয়। কাজটির চুক্তিমূল্য ১৬ লাখ ৬৬ হাজার ৪শ টাকা দিয়ে টেন্ডারে মেসার্স মুন্সী এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার দায়িত্ব পান। এরপর রাস্তার পুরাতন ইট তুলে রাস্তা সংস্কার কাজ শুরু করেন মোঃ মুন্সী রুবেল আহাম্মদ নামের ঠিকাদার।
স্থানীয় ইকবাল হোসেন ও এমদাদ মিয়াসহ আরো কয়েকজন জানায়, শুরু থেকেই কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। পুরাতন ইটের উপরেই রাস্তায় রোলার মেরে সমান করেছে। রাস্তার পাশ থেকেই মাটি কাটা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখের সামনেই মিঠা ইট ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যাচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার মোঃ মুন্সী রুবেল আহাম্মদ বলেন, এটি আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ নয়। আমার মামা সবুর ভুইয়া কাজ করাচ্ছেন, এই বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, আমি এখানে নতুন এসেছি। আগামী ২/১ দিনের মধ্যে উক্ত রাস্তাটির কাজ দেখতে সরোজমিনে যাব। কোর প্রকার অনিয়মের সত্যতা পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা