

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার মোকামতলা বন্দর। এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
গত মঙ্গলবার থেকে বন্দরের চৌমাথায় যানজট নিরসনের জন্য কাজ করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ঈঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বভাবিক করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি।
শিক্ষার্থী সাদিক হাসান বলেন, আমরা নিজ নিজ উদ্যোগেই এখানে যানজট নিরসনে কাজ করছি। যাতে যানজট না হয়।
মাধুর্য নামের এক শিবির কর্মী বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় বন্দরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাবো।
পথচারীরা বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করছে।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোরশেদুল হাসান বলেন, এই মুহূর্তে আমাদের কাজ পূর্ণাঙ্গ শুরু হয়নি। তারা খুবই ভালো কাজ করতেছে। আশা করছি আমরাও দুই একদিনের মধ্যে মাঠে থাকবো।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা