
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, অপর আরোহী গুরুতর আহত

যায়যায় কাল প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিহাব উদ্দিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বোরহান মিয়া (২৬)।
রবিবার সকাল ৮টার দিকে জেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিহাব উদ্দিন রফিক মিয়ার ছেলে।
মোটরসাইকেলের চালক বোরহান মিয়া ফরিদ মিয়ার ছেলে। তাদের দুজনেরই বাড়ি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে,সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
জানা যায়, দুর্ঘটনার পরপরই লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালের কণ্ঠকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে দুই চাচাতো ভাই বাড়ি থেকে একটি মোটরসাইকেলে উপজেলার পশ্চিমাঞ্চলের সলিমগঞ্জের দিকে যাচ্ছিলেন। কিন্তু সামান্য দূরে যাওয়ার পরই আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সাকমো) রুখসানা খাতুন বলেন, ‘ওই দুর্ঘটনার পরপরই লোকজন দুজনকে সরকারি এই হাসপাতালে নিয়ে আসেন।
তবে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে একজন নিহত হন। অপর গুরুতর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় আমরা ঢাকায় পাঠানো হয়।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা