চট্টগ্রাম প্রতিনিধি: মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২টি মামলায় ৫৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় ও ৫১টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও পরে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের সিটি সেইট এলাকায় শব্দ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ৩২টি মামলায় ৫৫,৫০০/- টাকা জরিমান ধার্য ও আদায় করা হয়। মোট ৫১টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও পরে ধ্বংস করা হয় এবং সচেনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মহানগর কার্যালয়েল পরিচালক হিল্লোল বিশ্বাস।
এছাড়া উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও হাছান আহম্মদ, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন ও মো. মনির হোসেন, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া, চট্টগ্রাম গবেষনাগার কার্যালয়ের নমুনা সংগ্রকারী ফয়সাল আহম্মদ, এবং বাংলাদেশ পুলিশের ৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা