রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বাসস্ট্যান্ডে সেনা ক্যাম্পের পাশে কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের মার্কেট বিএনপির এক নেতা দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় প্রতিকার পেতে মরহুম কলেজ অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের একমাত্র পুত্র শিক্ষানবিশ আইনজীবী মাহামুদুর হাসান শুভ বুধবার বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জনা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন বিকালে মোরেলগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এস এম সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মরহুম সাহাবুদ্দিন তালুকদারের সরালিয়া ১১৫ নং মৌজার এস,এ ৬২৯ নং দাগে ০.১০ একর পৈত্রিক জমির উপর অবস্থিত মার্কেটের নয়টি দোকান পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি আমীর আলী তালুকদার জোর করে দখল করেন।
ভাড়া দোকানদার জামাল চাপরাশি অভিযোগ করে বলেন, আমরা উক্ত জায়গায় প্রায় ১৫ বছর ধরে নয়জন দোকানদার অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকালে মোরেলগঞ্জ থানা বিএনপির আহবায়ক বাবুল হাওলাদারের নির্দেশে পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি সব কয়টি দোকানে তালা ঝুলিয়ে দিয়ে নিজেকে জমি ও দোকানের মালিক হিসেবে দাবি করেন। এদের মধ্যে ঘটনার দুই দিন পরে সাতজন দোকানদারের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নতুন করে দোকান ভাড়া দেয়।
স্ট্যাম্পে স্বাক্ষর না দেওযায় ১১ আগস্ট বিকালে থানা বিএনপির আহবায়ক বাবুল হাওলাদার মোরেলগঞ্জ আর এম হাসপাতালের সামনে ডেকে নিয়ে বলেন, তোমরা যদি আমীর আলীর কাছ থেকে দোকান ভাড়া না নেও তাহলে আজকেই দোকানের মালামাল আমার বাসায় রেখে দোকান আমীর আলীকে দিয়ে দাও। এরপরে এ প্রস্তাবে আমারা রাজি না হওযায় ১৩ আগস্ট আমীর আলী আমাদের মালামাল লুট করে দোকান দখল করে নেয় ও দলের নামে অফিস তৈরি করে।
এ বিষয়ে থানা বিএনপির আহবায়ক বাবুল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দোকান দখলের বিষয় আমি শুনেছি। আপনারা আমীর আলীকে একটু বলেন।’
পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম এর সাথে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমীর আলী ও শাহাবুদ্দিন তালুকদারের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। আপনারা এলাকায় আসলে সবই বুঝতে পারবেন।’
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দখলদার আমীর আলী মোড়ালগঞ্জে নিরীহ মানুষদের ধরে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে বলে গুরুতর অভিযোগ রয়েছে। এই এলাকার মুক্তিযোদ্ধার নথিতে আমির আলীর নাম ‘রাজাকার কসাই আমীর আলী’ নামে রয়েছে। তিনি বর্তমানে উচ্চতর আদালত হতে যুদ্ধাপরাধী মামলায় জামিনে রয়েছেন।
মার্কেট দখলের বিষয়ে আমির আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় জেনেই মোবাইল বন্ধ করে রাখেন।
এ বিষয় মরহুম অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের একমাত্র পুত্র আইনজীবী মাহামুদুর হাসান শুভ জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরের দিন আমীর আলী তালুকদার জোর করে আমাদের দোকান দখল করে নেয়। আমীর আলীর কাছে এই জমির সঠিক কোনো কাগজপত্র নাই। তার কাছ থেকে আমাদের এক দোকানদার জামাল চাপরাসি দোকান নতুন করে ভাড়া না নেওয়ায় তাদেরকে দোকান ছাড়া করেছে। আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা