মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্টিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে এক ব্যবসায়ীর গুদামঘর থেকে এসব জাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছে ৫১টি কারেন্ট জাল এবং ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালগুলো পরে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার গুদামঘর সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জালের অবৈধ ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা