

আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় দায়িত্ব পালনে কর্মস্থলে ফিরেছেন ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার সকালে কেশরহাট বাজারে জনগণের সেবায় ট্রাফিক পুলিশদের অবস্থান দেখে তাদের শুভেচ্ছা জানান কেশরহাট পৌরবাসি।
ট্রাফিক পুলিশদের মনোবল বাঁড়াতে ছাত্র-জনতা, বিএনপির ও কেশরহাট বাজার বনিক সমিতির নেতাকর্মীরা একত্রিত হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুচেচ্ছা জানিয়ে মিছিল করেন।
এতে মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ টিআই রবিউল ইসলাম, সার্জেন্ট আব্দুর রাজ্জাক, টিএসআই বাবুল হোসেন, এটিএসআই হেলাল উদ্দিন ও মাসুদ রানা, ট্রাফিক পুলিশের সদস্য আবুল কালাম, রুবেল হোসেনসহ সকলে জনস্বার্থে সেবা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা জানিয়ে মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক-১ ও কেশরহাট বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ ওসমান আলী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক-২ শফিকুল ইসলাম, কেশরহাট যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজা, কেশরহাট পৌর শ্রমিক দলেন সভাপতি দুলাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা