যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানিয়েছে, গতকাল রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি, একটি লোহার হাতলযুক্ত চাপাতি, নগদ টাকা, ৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগর (২২), সাইফুল ইসলাম ওরফে রাব্বি (২৮), আবু সুফিয়ান (২৯), আবদুর রহমান ওরফে মানিক (৩৬), হাবিবুর রহমান ওরফে ফরহাদ (৩১), শাহীন (৩৮), ইসমাইল (২২), রাজু (২৮), আনিস (২১), বশির (৩২), ওমর হায়দার ওরফে জিম্মু (৩১), সুলতান (২৮), নাসিম (৪৫), সাদ্দাম (২৮), রাজু (৩৪), মো. চাঁন (২৫), সানি (২৮), সোহান (৩০), হানিফ (৪২), জনি আলী (২৮), আলমগীর (৪০), রাসেল (২৬), হৃদয় (২৭), আবু সাঈদ (১৯), আরমান (৩০), সাজ্জাদ হোসেন ওরফে ইমন (১৯), সজীব (৪০), শাকিব (২৫) ও আকাশ (১৯)।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা