
পাবেল হাসান, সুনামগঞ্জ: হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই বাসস্টেশনটি ব্যবহার করে প্রতিদিন প্রায় পাঁচশতাধিক যানবাহন ও এর যাত্রী হিসেবে প্রায় ৫ হাজারেরও অধিক মানুষ চলাচল করে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় সুনামগঞ্জের দিরাইয়ের একমাত্র বাসস্টেশনটিতে যানজট যেন নিত্যদিনের কার্যক্রমের অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে সকল শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
সরেজমিন দেখা গেছে, দিরাই বাসস্টেশন থেকে মদনপুর মুখী রাস্তায় সকাল থেকে রাত অবধি প্রায় ২৫টি ঢাকাগামী বাস দাঁড় করিয়ে রাখা হয়। ফলে সর্বক্ষণ সরু এ সড়কে যানজট লেগেই থাকে।
বিভিন্ন পরিবহন ম্যানেজারের সাথে আলাপ করে জানা যায়, এ সড়কে প্রতিদিন আঞ্চলিক ও দূর পাল্লার ১০১টি বাস চলাচল করে। এছাড়া লাইটেস ১০টি, প্রাইভেট কার ৬টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ৫ শতাধিক, সিএনজি ২৭০টি, লেগুনা ৮০টি, রিকশা ও অটোরিকশা ৩ শতাধিক, ট্রাক-ট্রলি, পিকআপ, ভ্যান ও বিভিন্ন কোম্পানির মালামাল পরিবহনের গাড়িসহ প্রতিদিন প্রায় দেড় হাজার যানবাহন চলাচল করে। শুধুমাত্র এসব পরিবহনে প্রায় ২০ হাজারেরও অধিক যাত্রী চলাফেরা করেন। তাছাড়া এ বাসস্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
বর্তমানে দিরাই বাসস্টেশনে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীসহ সাধারণ পথচারীদের।
পথচারীদের অভিযোগ, বাসস্টেশনে একটি স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় শক্ত সিন্ডিকেট গড়ে ওঠেছে। যার কারণে কোনো সাধারণ জনগণ এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের কাছে অসহায়। কেউ কোনো অভিযোগ করলে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে দিরাই পৌরসভার একমাত্র বাসস্টেশনের যানজট নিরসনে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকতা সঞ্জিব সরকার বলেন, আমরা যানজট নিরসনের জন্য কাজ করছি। অল্প কিছু দিনের ভিতর এ ধরনের সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা