

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল রানা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইউনিয়ন বিএনপি নেতাকে প্রধান করে ১৬ জনের নামে মামলা দায়ের করেছেন।
বুধবার রাতে দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার জিকরুল হকের ছেলে ও স্থানীয় সিনহা গ্রুপের কর্মী।
আসামিরা হলেন- বাহাগিলী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, নাল্টু মিয়া, সোহাগ, রফিকুল প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার রাতে সোহেল মিয়া কাজ শেষ বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা