
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
যে দুটি রাজনৈতিক দল নির্বাচন চায় না তাদের নিবন্ধন নাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যে দুটি রাজনৈতিক দল ডিসেম্বররে নির্বাচন চায় না, তাদের নির্বাচন কমিশনে নিবন্ধনই নেই। ভোটে যেতে হলে নিবন্ধন লাগবে। তাই তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের স্ট্যান্ডে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনব এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটা বিএনপির একার দাবি নয়- এটা দেশের আপামর জনসাধারণের চাওয়া। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তারা ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে।
বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সুষ্ঠুভাবে পালন করতে বার বার বাধার সম্মুখিন হয়েছি। এবার অনেকটা মুক্তভাবে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করা যাচ্ছে এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।
এ সময় টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনিরের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা