মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর: আমরা করবো রক্তদান'' বাঁচতে একটি মূমুর্ষ রোগীর প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশনের আয়োজনে ৩০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
মঙ্গলবার (২৭শে আগস্ট) সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন
রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশনের সম্মানিত পরিচালক মো: ইন্জি: আশিক বিল্লাহ, সভাপতি মোছাঃ জান্নাতুল নাঈম রিতু, সহ-সভাপতি মো: আবু সাঈদ বাদশা, সাধারণ সম্পাদক মোঃ তন্ময় ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক, মো: মেরাজুল ইসলাম মেরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন, লিমন, মরিয়ম,নোভা, হাসিবুজ্জামানসহ প্রমুখ।
আরবিএসও এর পরিচালক বলেন আমরা রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা