
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই: মাওলানা রফিকুল ইসলাম

কাইয়ুম মাহমুদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, "পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই।" তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল।
পূর্ববর্তী সরকারের সময় থেকেই আমরা এর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকার সেই ক্যাম্পাস নির্মাণ করেনি।"
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে বলেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি জানিয়েছি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই যেন দ্রুত ক্যাম্পাস নির্মাণ করা হয়। সরকারের পক্ষ থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের অজুহাত দেখিয়ে একটি বাধা সৃষ্টি করেছে।"
এই অভিযোগ খণ্ডন করে তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি শাহজাদপুর ও উল্লাপাড়া—এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের দাপ্তরিকভাবে কোনো সম্পর্ক নেই।"
শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা