শাহ্ সোহানুর রহমান, রাজশাহী ব্যুরো: দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ।
বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হযরত সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এবং বিএনপি মিডিয়া সেল, রাজশাহী-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা।
বানেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজনে অনুষ্ঠানটিতে সঞ্চালনা দায়িত্ব পালন করেন বানেশ্বর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা মহিলাদলের সভাপতি এড. শামসাদ বেগম মিতালি, রাজশাহী জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব এন্তাজুল হক বাবু, বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদসহ বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা