শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীতে রাজশাহী জেলা পূর্ব কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার একটি মিলনায়তনে জেলা ফোরামের চেয়ারম্যান মো: রুবেল আলীর সভাপতিত্বে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ফোরামের চেয়ারম্যান মো: সিফাত আলম, জেলা ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রবসহ জেলা ও থানা ফোরামের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহী জেলা পূর্ব সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর সারা জেলাব্যাপী একযোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এতে রাজশাহী জেলা পূর্বের(বাগমারা, দূর্গাপুর, পুঠিয়া, চারঘাট, বাঘা) যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে স্থানীয় রেজিস্ট্রেশন বুথ ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা