রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন মধ্য নওদাপাড়া এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার মো. বেনজীর আহমেদের ভবনের অতিরিক্ত অবৈধ নির্মাণ অংশ ভাঙার নোটিশ প্রদান করেছেন আরডিএ কর্তৃপক্ষ। গত সোমবার ইমারত নির্মাণ কমিটির ১০৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ ভবনের মালিক মো. বেনজীর আহমেদকে প্রেরণ করা হয়। যার স্বারক নং-২৫.৪০.০০০০.০০৫.০২.২৬৬.২৪.১৬৬৩।
চিঠিতে বলা হয়, যেহেতু তিনি উক্ত ইমারতের মালিক/ভারপ্রাপ্ত ব্যক্তি এবং যেহেতু অনুমোদন বহির্ভূত এরূপ নির্মাণ ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন: সেহেতু আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে অনুমোদন বহির্ভূত নির্মাণ অর্থাৎ নিজ জমির সীমানা হতে ইমারতের সামনে ১.৫০ মিটার, পিছনে ১.০০ মিটার এবং উভয়পাশে ১.০০ মিটার উন্মুক্ত জায়গা নিশ্চিত করণার্থে প্রয়োজনীয় নির্মাণ অপসারণের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। অন্যথায় মেয়াদান্তে একই আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।
এ বিষয়ে জানতে বেনজির আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আরডিএ’র অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ যায়যায়কালকে বলেন, মো. বেনজির আহমেদের ভবনের অবৈধ অতিরিক্ত নির্মাণের অংশ অপসারনের জন্য নোটিশ প্রেরণ করা হয়েছে। ৬০ দিনের মধ্যে ভবনের মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা