পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭) রাজশাহী নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।
মঙ্গলবার বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।
আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা