মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে শিশুর মাথায় কোপ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে এক শিশুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ ও তার মা’কে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার ওই ঘটনা ঘটে। মা ছেলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। 
জানা যায়, উপজেলার গন্ডগোহালী এলাকার (ঢাকা পাড়া) গ্রামের ও পুঠিয়া উপজেলা সদরে ফুটপাতের ফল বিক্রেতা সুজন আলী ও একই এলাকার সুজনের প্রতিবেশী সাইদুর মিয়ার পরিবারের মাঝে বসত বাড়ির ভিটা জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষই তাদের বসতবাড়ির জমিটি নিজেদের দাবি করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়েয়ে মারামারি শুরু হয়। এসময় ফল ব্যবসায়ী সুজনের ১২ বছর বয়সী ছেলে রিফাত হোসেন শুভর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়।
এছাড়াও ভুক্তভোগী সুজনের স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, আমাকে কোন রক্তপাত ছাড়াই কিল ঘুষি দিয়ে ব্যাপক মারধর করেছে সাইদুর ও তার তিন ছেলে আলামিন, শাহীন ও তুহিন। আমার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি এর বিচার চাই।
অপরদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইদুর মিয়ার ছেলে তুহিন বলেন, ওরাই মারামারি করে তাদের ছেলের মাথা ফাটিয়েছে। আর এসব বিষয়ে আমি জানিনা।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, তাদের মা ছেলেকে অনেক মারধর করা হয়েছে। ছোট বাচ্চাটিকে এভাবে মারধর করা ঠিক হয়নি। আহত শুভর পিতা সুজন আলী বলেন, ওরা বংশ বড় তাদের অনেক লোকজন তাই ক্ষমতা দেখে আমাদের উপর হামলা করেছে। আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে আমার বউকে ব্যাপক পিটিয়েছে। আমি এসবের বিচার চাই।
এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মারামারির ঘটনায় প্রাথমিক ভাবে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ