
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহোদর দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, পুঠিয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের স্টেডিয়াম পাড়া থেকে এই দুই সহোদর ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এরা পুঠিয়ার স্টেডিয়াম পাড়ার সেলিম ইবনে টিপু হকের ছেলে।
পুলিশ জানায়, এরা দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া এরা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়াও এদের বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা