পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহীর হড়গ্রাম ও হরিয়ান বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার অভিযানটি নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাছমিনা খাতুন।
অভিযানে ৪টি দোকান থেকে ২৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়।
দোকান ও কারখানা মালিকদের বিরুদ্ধে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নীল রতন সরকার। অভিযানে র্যাব-৫ এর একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন শপিং ব্যাগ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা