রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় পুরাতন পুকুর সংস্কারের চাঁদা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মাঝে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামে মো কামাল হোসেন বেশ কয়েকদিন আগে থেকে একটি ছোট পুরাতন পুকুর ভেকুর মাধ্যমে সংস্কারের কাজ শুরু করে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জিউপাড়া এলাকার বিএনপির কিছু লোকজন বাধা সৃষ্টি করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় টিপু সুলতান, ডিস আলম ও রহুল আমিন গুরুতর আহত হয়।গুরুতর আহত টিপু সুলতান বলেন, আমার নিকট ডিস আলম ও তার ছোট ভাই জাহাঙ্গীর পুকুর সংস্কারের কাজের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি ইতোমধ্যে ৫০ হাজার টাকা দিয়েছি। আজ তারা আমার পুকুরের বাকি টাকা চায় আমি দিতে না চাইলে তারা কাজ বন্ধ করে দেয়।
ডিস আলম বলেন, কালামের ছেলে সাংবাদিক আতিক আ.লীগের আমলে আমার নিকটে জোরপূর্বক ৫ লাখ টাকা নিয়েছে। সে একজন চিহ্নিত বাইক চোর। তারা আজ আমাকে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। দুইপক্ষ কেউ এখনো পর্যন্ত থানা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা