স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে মহাসড়কে আলু ফেলে শুয়ে পড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ কৃষকরা।
রোববার বেলা সাড়ে ১১টায় জেলার মোহনপুর উপজেলা পরিষদের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
আলু সংরক্ষণে কোল্ড জেলার স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তারা এ কর্মসূচির ডাক দেন।
কৃষকরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮টা করে কোল্ড স্টোরেজের মালিকেরা।
আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ যাবার হুমকি দেন কৃষকেরা। এদিনের কর্মসূচিতে অন্তত ১ হাজার কৃষক অংশ নেন। পরে সেখানে তারা সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বক্তব্য দেন। তারাও আলু সংরক্ষণ খরচ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা