রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান হোসেনের পক্ষ থেকে রাতের আধারে পোস্টার মেরে দিবসটি উদযাপন করেছেন বলে জানা গেছে।বিষয়টি প্রকাশ্যে আসার পরে স্থানীয় বিভিন্ন দলের নেতা কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ২৩ জুন ছিলো কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সে দিবস উপলক্ষে রাতের আধারে পোস্টার মেরে দিবসটি উদযাপন করেছেন বলে জানান একাধিক সূত্র।
কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জিউপাড়া ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নানে সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় । মোবাইল নাম্বার ( ০১৭১২-৬৮৫২৫৯)
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টি আমরা গতকাল লোকমুখে শুনে জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পোস্টার মারার বিষয়ে কোন সত্যতা পায়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা