আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় ছাত্র শিবিরের আদিপত্য বিস্তারে সক্রিয় ভুমিকায় থাকা সম্ভব্য একটি অনুসন্ধানীমূলক সংবাদ প্রকাশ হয়। গত ১২ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিবিরের নাশকতা করার পরিকল্পনাকারীদের কয়েকজনের নাম উল্লেখ করে সংবাদটি প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর থেকে র্যাব-৫ এর লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম বিষয়টি নিয়ে গোপন তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি তাঁরা সম্ভব্য নাশকারীদের প্রতি নজরদারী শুরু করেন। ফল স্বরুপ নাশকতার পরিকল্পনাকারী ও শিবিরের সঙ্গে গোপন আতায়াত এবং অস্ত্র সরবারাহ করা কালে অস্ত্র ব্যবসায়ী সাদ্দামকে আটক করেন।
রাজশাহীর উপকন্ঠ কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা থেকে গত ০২ সেপ্টেম্বর ৬ টা ৫০ মিনিটের সময় উক্ত দূর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চৌকস টিম।
এ সময় অভিনব কায়দায় বইয়ের ভিতর করে অস্ত্র পাচার করছিল বলে র্যাব জানায়। এসময় তার কাছে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
আটককৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। সে নগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্ব পাড়া এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে কাটাখালী থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা