
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
রাজশাহীতে শীর্ষ মাদকব্যাবসায়ী বুলবুল গাজা সহ আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহীর মহানগরীর বেলপুকুরে শীর্ষ মাদক ব্যাবসায়ী বুলবুল (৫০) কে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। রোববার বিকেলে পুঠিয়া উপজেলা ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ( আরএমপি) ৩নং ওয়ার্ড কামার ধাদাশ (ছোট ধাদাশ) গ্রামের নিজ বাড়ি থেকে বুলবুল (বুলু) কে আটক করে থানা পুলিশ। এসময় তার কাছে অভিযান চালিয়ে ২৪৫ গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয়। বুলবুল কামারধাদাশ ( ছোট ধাদাশ) গ্রামের মৃত আফছার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কামার ধাদাশ গ্রামের একজন অভিভাবক তার সন্তানকে গাজা সেবন করে অসুস্থ অবস্থায় দেখে সরাসরি থানায় গিয়ে অফিসার ইনচার্জ বরাবর মৌখিক অভিযোগ করলে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। গত কিছুদিন আগে ৩ নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা চলাকালে ওসি আবুল কালাম আজাদ বলেন, আপনাদের মাধ্যমে বুলবুলকে জানিয়ে দিতে চাই, আমি দায়িত্বে থাকা অবস্থায় কোনো মাদকের স্থান বেলপুকুর থানা এলাকায় হবেনা। আপনারা সচেতন মানুষ আছেন। তাকে সতর্ক করে দিন।
এরপরও মাদক বিক্রয় নিষেধের বিষয়টি আমলে না নিয়ে আইনের তোয়াক্কা না করে সমানে মাদক ব্যাবসা চালাতে থাকে বুলবুল। অবশেষে রোববার বিকেলে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে গাজাসহ তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, নতুন ওসির মাদকের বিরুদ্ধে এ তৎপরতা আমাদের এলাকাকে মাদক মুক্ত করবে৷ আমাদের এলাকার মধ্যে বড় গাজা ব্যাবসায়ী বুলবুল। তাকে ধরায় আমরা বেলপুকুর থানার ওসিকে ধন্যবাদ জানাচ্ছি।
আটকের বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি বিভিন্ন সভায় মানুষের মাধ্যমে তাকে সতর্ক করেছি যেনো সে মাদক বিক্রয় বন্ধ করে। কিন্তু সে কারও কথা শোনেনি৷ এলাকায় মাদক ছড়িয়ে দিয়েছে৷ রোববার বিকেলে অভিযান চালিয়ে তার নিজের বাড়ি থেকে গাজাসহ আটক করে থানায় নিয়ে আসি। মামলার প্রকিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা