আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে।
বুধবার সকালে ১১টায় উপজেলা প্রশাসন ও বাঘাবাসীর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা আক্তার ডলি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান, সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেল্য ছাত্রদল মো. সোহেল রহমান প্রমুখ।
সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। সেই সাথে উক্ত অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারকে বিদায়ী কর্মকর্তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আহবান করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা