
পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করা হয়েছে।
সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ করে।
সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত।
সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলা নিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন মাল্টিমিডিয়ার রায়হান ইসলাম,সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি,দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা।
এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন,দৈনিক কাল বেলার মোহাম্মদ শামীম,দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন,আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা