শাহদাৎ হোসেন লাল, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে পূজামণ্ডপের টিনের বেড়ায় হাত দিয়ে ঘুষি দেওয়ার অপরাধে সময় নুর জামাল (১৮) নামের এক যুবককে আটক করেছেন রাজারহাট থানা পুলিশ।
ওই যুবক রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের অকিয়ত উল্লাহ ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের দেওদাপাড়া কালিরপাঠ সার্বজনীন দুর্গা মন্দির পূজামণ্ডপের টিনের বেড়ায় হাত দিয়ে ঘুষি দেওয়ার অপরাধে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দুর্গোৎসব।
হিন্দু সম্প্রদায়ের বিশাল জনগোষ্ঠীর অনেক আনন্দ, উল্লাস এবং বিনোদনের আনুষ্ঠানিকতা লক্ষ করা যায় এমন উৎসবে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, রাজারহাট থানায় সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও উৎসব নিরাপত্তায় তৎপর রয়েছে থানা পুলিশ। বুধবার রাতে পূজামণ্ডপের টিনের বেড়ায় হাত দিয়ে ঘুষি দেওয়ার অপরাধে ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূজা উদ্যাপন পরিষদের রাজারহাট উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার জানান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের দেওদাপাড়া কালিরপাঠ সার্বজনীন দুর্গা মন্দির পূজামণ্ডপের টিনের বেড়ায় হাত দিয়ে ঘুষি দেওয়ার অপরাধে সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। রাজারহাট উপজেলার সব পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজারহাট উপজেলার সব মণ্ডপের তথ্য নিয়ে দেখেছি। আগের চেয়েও মণ্ডপে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা