রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাঠের জায়গায় মাঠ চাই, জমি কিনে ভবন চাই' শ্লোগানে সুকদেবে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
রবিবার সকালে সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি তুলেন, আশে পাশের কয়েক গ্রামের মানুষ নিয়োমিত খেলা-ধুলা করেন এই মাঠটিতে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ও শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম এই মাঠ। কিন্তু এলাকার শিশু-কিশোরদের কথা চিন্তা না করে স্কুল মাঠে আশ্রয় কেন্দ্রের ভবনটির নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে ভবনের আংশিক কাজ চলমান রয়েছে।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মতন শিক্ষার্থীদের চিন্তা না করে স্কুল মাঠেই ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। স্কুলের মাঠে ভবন নির্মাণ করলে মাঠ আর থাকবে না। অথচ সেখানে নতুন এই ভবন নির্মাণ করলে মাঠটি রক্ষা পাবে না, স্কুল মাঠে ভবন না করার আহবান জানান।
তারা আরো বলেন, এই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, ওয়াজ মাহফিল, জানাজা নামাজ, রাজনৈতিক দলগুলোর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই মাঠে ক্রিকেট, ফুটবলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শীতকালে ভলিবল আর ব্যাডমিন্টন খেলায় জমে উঠে এই মাঠ। সুখদেব প্রাথমিক বিদ্যালয় ও সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠকে কেন্দ্র করেই হয়ে থাকে। খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা