

আব্দুর রউফ, রাজারহাট(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে নানা অপকর্মের মূলহোতা, সন্ত্রাসী, মাদকসেবী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। রফিকুল মানবজমিন পত্রিকার রাজাহাট প্রতিনিধি।
বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এক প্রধান শিক্ষকের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি ও নগদ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুলকে প্রধান আসামি করে তিনজনের নামে এই মামলা করেন ভুক্তভোগী শিক্ষক।
মামলার ওপর দুই আসামী হলেন তার সহযোগী সেকেন্দার আলী বাবলু এবং মজিদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে উপজেলার কালিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পথরোধ করে রফিকুল ও অভিযুক্ত ২ ব্যক্তিসহ অজ্ঞাতনামা ৩-৪ জন সন্ত্রাসী তার নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে ভয়-ভীতি হুমকি-ধমকি দিয়ে রফিকুল নগদ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাঁদার অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধের কথা বলে। অন্যথায় ওই শিক্ষকের হাত-পা ভাঙাসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় রোববার রাতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজারহাট থানায় রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাবলু ও মজিদুল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ৩৪১/ ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা (নম্বর-১৫/২০২৪) দায়ের করেন।
উল্লেখ্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রাজারহাট উপজেলায় সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করে রফিকুল নিজে চাঁদাবাজি, সন্ত্রাসী, সুদের ব্যবসা এবং তার ছোট ভাইকে দিয়ে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। রফিকুল উপজেলার বোতলার পাড় ছাটমল্লিক গ্রামের নজরুল ইসলামের পুত্র। গত ৫ আগস্ট থেকে ওই সে গা ঢাকা দিয়ে রয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা