

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড রামপাল পাওয়ার প্লান্ট সংলগ্ন বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৮৪ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিআইএফপিসিএল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রেখেছে।
সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় পাওয়ার প্লান্ট সংলগ্ন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে মেডিসিন বিআইএফপিসিএল উদ্যোগে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন সময়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা আসছে।
রামপাল উপজেলার নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপক জিএম তরিকুল ইসলাম, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদেও চেয়্যারম্যান সুলতানা পারভীন, ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আকরাম হোসেন,সহকারী ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বাপ্পীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা