প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
রায়গঞ্জের নলকা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও আব্দুল মতিন সরকারের সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান আকন্দ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল,সলঙ্গা থানা কৃষক দলের আহবায়ক মতিউর রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান সুজন, সলঙ্গা থানা কৃষক দলের সিনিয়র আহবাক নুরনবীউল আহসান ( রুমি), কৃষক দলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নলকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুমন হাসান ,সিরাজগঞ্জ জর্জ কোর্টের এপিপি এ্যাডভোকেট আব্দুল গফুর, থানা যুবদলের সদস্য আবু ইউসুফ শেখ।
নলকা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মমিন, নলকা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক ইসরাফিল আহসান, সাংগঠনিক সম্পাদক ভিপি এইচ এম বাকি বিল্লাহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথী মতিয়ার রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন সহ ন্যায্য অধিকার দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা