

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাবিয়া খাতুন (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিরচণ গ্রামে নানা মৃত আয়নাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাবিয়া খাতুন ঝাপড়া অভিরাম গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং নানা বাড়ি থেকে করিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতো। স্থানীয় ইউপি সদস্য আল আমিন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নানি মমতা খাতুন ব্যক্তিগত কাজে বাহির থেকে এসে দেখেন মাবিয়া খাতুন ঘরের ভিতর ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা