কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধানগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়ন দক্ষিণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। মণ্ডপ পরিদর্শনের সময় তারা স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগিতার কথা জানান।
এ সময় জামায়াতের ধানগড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক রায়গঞ্জ উপজেলা আমির মাওলানা রুহুল আমিন জিহাদী, সাবেক ইউপি সদস্য এস.এম মমতাজ হোসেন মাস্টার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সুমন আহমেদ, অফিস সম্পাদক এবাদুল্লাহ, সদস্য হুজায়ফা হিজল, ইউনিয়ন সভাপতি রাসেল মাহমুদ, সেক্রেটারি এম.এ হুসাইন সহ জামায়াত ইসলামী,শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন জিহাদী বলেন, হিন্দু মুসলিম ভাই-ভাই একসাথে থাকতে চাই। হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছি। এদেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়। সবাই এদেশের নাগরিক। তাই নাগরিক হিসেবে, সকলের অধিকার আছে স্বাধীনভাবে ধর্ম পালন করার।
জামায়াত নেতা এস. এম মমতাজ হোসের মাস্টার বলেন, কোনো দুষ্কৃতিকারী যেন হিন্দু ও মুসলিমদের ঐক্য নষ্ট করতে না পারে। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতের ধানগরা ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা