বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ডুয়েল পারপাস বাউ হাঁস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত 

কাজল দাস , রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ মাঠ পর্যায়ে খামারিদের সচেতনতা বৃদ্ধি ও অধিক মাংস উৎপাদনশীল জলবায়ু সহনশীল দেশীয় হাইব্রিড বাউ হাঁস পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আলমগীর কবিরের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাতের) আওতায়- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও মানব মুক্তি সংস্থার সহযোগিতায় রায়গঞ্জ উপজেলার স্থানীয় খামারিদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা: শামীম আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর কবির, এমএমএস এর সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ হাসান, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা দীপু সরকার, এসিআই কোম্পানির প্রতিনিধি, শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪০ জন খামারি।অনুষ্ঠানে খামার ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি বাউ হাঁস সম্পর্কে আলোকপাত করে সচেতনতা সৃষ্টি করা হয়।
খামার দিবস পালনের বিষয়ে জানতে চাইলে এমএমএসের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হাসান জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে খামারিদের বাউ হাঁসের একটা সংযোগ স্থাপন হচ্ছে।  যার মাধ্যমে খামারীরা বাউ হাঁস পালনে উদ্যোগী হয়ে উঠছে। সেই সাথে বাউ হাঁসের একটা নিরব বিপ্লব সংগঠিত হচ্ছে।এ জন্য পিকেএসএফ ও এমএমএস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ