সাইদুল ইসলাম আবির, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান শিক্ষার প্রসার ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় একত্রে নামক সামাজিক সংস্থার আয়োজনে উপজেলার কেসি ফরিদপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৬ষ্ঠ আর সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রসার ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কর্মশালায় ট্রেনিং করান ইউএসএ'র মনটনা বিশ্ববিদ্যালয় প্রভাষক ড. অমিতাভ রায়, সাকিবুল ইসলাম শিশির, শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে কেসি ফরিদপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, পৃথিবী এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞান ব্যতিত আমাদের জীবন অচল তাই সবাইকে বিজ্ঞান চর্চার মাধমে উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। বিজ্ঞান মনষ্ক জাতি গঠনের জন্য ছাত্র অবস্থা থেকেই পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি বিজ্ঞানের বিষয়ে অধ্যয়ন, প্রদর্শনী, সেমিনার ও গবেষণা কর্মে নিয়োজিত হওয়া অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা