
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাওয়াবের বৃক্ষ রোপন অভিযান

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপন করেন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ ছাওয়াব নামক সংস্থা।
এ সময় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী, এস এম বাহাদুর আলী, মো. জামিরুল ইসলাম, নাঈমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেড়াগাঁতী রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ চন্দ্র দাস বলেন, এলাকার সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ছাওয়াব নামক সংস্থা মানুষের মধ্যে ভালো পরিচিতি পেয়েছে। তাদের সাধুবাদ জানাই। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা