কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অসহায় বিধবা মল্লিকা বেগম (৫০) পেলো বাজার সামগ্রী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের অসহায় বিধবা মল্লিকা বেগম (৫০)-কে
বাজার সামগ্রী তুলে দেন 'ফুলজোড় রক্তদান সংগঠন' এর মানবিক কর্মী সাঈদী হাসান সাগর ও তার সহযোগীরা।
সাঈদী হাসান সাগর যায়যায়কালকে বলেন, ছয় মাস পূর্বে মাত্র আট মাসের শিশুকে রেখে অসহায় মল্লিকার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। মানুষের বাড়িতে কাজ করে দু’বেলা আহার সংগ্রহ করতে পারেন না। শিশুরটির জন্য মাঝে মাঝে কাজে যেতে পারেন না। তাই অনাহারে অর্ধহারে কাটছে তার জীবন।
তিনি আরো বলেন, আমি অসহায় মল্লিকা চাচির দুঃখ-দুর্দশার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোষ্ট দেখে প্রবাসী আলমগীর ইসলাম, আল মামুনসহ ফেসবুক বন্ধুদের অর্থায়নে মল্লিকা বেগমের বাড়িতে বাজার সামগ্রী পৌঁছাতে সক্ষম হই।
অসহায় মল্লিকা বেগম বলেন, যারা যারা আমাকে এই অর্থ দিয়ে সহযোগিতা করেছে সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ফুলজোর রক্তদান সংগঠনের অন্যতম সদস্য সাইদী হাসান সাগর বলেন, এর কৃতিত্ব ফেসবুক বন্ধুদের, এর কৃতিত্ব সবার। আমরা শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন গরিবের জনপ্রতিনিধি খ্যাত সালাউদ্দিন হাশিনুর, মো. ময়নুল ইসলাম, আব্দুল্লাহ আল মানুম, স্থানীয় মসজিদের ইমাম ও স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা