রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৬ টন ন্যায্যমূল্যের সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন- রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকার মো. মাহফুজ হোসেন (২৫), মো. শাকিল হোসেন (২৮), মো. রাজু (২৫), মো. শরিফ হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মো. সাইফুল (৩৫)। তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, আটক ব্যক্তিদের নামে মামলার প্রস্তুতি চলমান আছে।
সিরাজগঞ্জ সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জ জেলার আর কোথাও গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ দেওয়া ন্যায্যমূল্যের চাল অবৈধভাবে গুদামজাত করা বন্ধে অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা