শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে জরাজীর্ণ শৌচাগারে ভেতরে বাইরে দুর্গন্ধ

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের সামানে রয়েছে মাত্র একটি গণশৌচাগার। যা দীর্ঘদিন ধরে বেহাল দশা ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন উপজেলায় আসা সর্বসাধারণ।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে প্রায় ৩০-৪০টি দোকান রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নানা কাজে আসা মানুষের জন্য উপজেলা পরিষদের বাহিরে রয়েছে ঐ গণশৌচাগারটি। যা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অযত্নে ও অবহেলায় পড়ে থাকা গণশৌচাগারটির বর্জ্যের দুর্গন্ধে টয়লেটে যাওয়াই যায় না।

উপজেলা পরিষদে আসা মো. শামীম হোসেন বলেন, বৃহত এই উপজেলায় ‘প্রাকৃতিক কাজ সারার মতো কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। যেটা আছে তার অবস্থাও বেহাল । পথচারীদের শতর্ক অবস্থায় পথ পাড়ি দিতে হয় । এটা প্রশাসনের গুরুত্বসহকারে দেখা দরকার বলে মনে করি।’

হোটেল ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, উপজেলা পরিষদের বাহিরে এই একটি পাবলিক শৌচাগার আছে। কিন্তু সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে কয়েক বছর ধরে। যেখানে দরজা-জানালা ও পানির কোন ব্যবস্থা নেই।

স্থানীয় আরেক বাসিন্দা ড. গোলাম মোস্তফা বলেন, অনেক আগে শৌচাগারটি নিয়মিত পরিষ্কার করলেও এখন তা অযত্ন অবহেলায় পড়ে আছে । পাকা পলেস্টারও খসে পড়ছে । যে কোন সময় প্রকৃতির ডাকে সারা দিতে আসা ব্যক্তির উপর এসব পলেস্টার খসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া টয়লেটের দরজা নাই, দুর্গন্ধে ব্যবহার অযোগ্য। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কাছে ঐ জায়গায় নতুন শৌচাগার নির্মাণের দাবি জানান তিনি।’

স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, ‘স্বাস্থ্যসম্মত পাবলিক শৌচাগার না থাকায় উপজেলায় নানা কাজে আসা সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ বছর আগে এই শৌচাগারটি নির্মাণ হয়েছে। এখন জরাজীর্ণ এবং অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে ঐ জায়গায় নতুন শৌচাগার নির্মাণের জন্য দাবি জানাচ্ছি।’

জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকার বলেন, ‘শৌচাগারটি জরাজীর্ণ এবং বাজে অবস্থায় আছে। সে জন্য বরাদ্দের মাধ্যমে সংস্কার করা হবে।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খান বলেন, জেলা পরিষদের জায়গায় নির্মত গণশৌচাগারটি সংস্কার করার জন্য জেলা পরিষদকে অবহিত করা হবে ।

উল্লেখ্য, এ উপজেলার মধ্যে দিয়ে মহাসড়ক বহমান হওয়ার কারণে বৃহৎ বৃহৎ হাট বাজার রয়েছে । যার কোথাও ব্যবহার উপযোগী গণশৌচাগার নাই ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ