বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সাপ্তাহিক সোনার বাংলার প্রতিনিধি মো. আবুল কালাম বিশ্বাস আহ্বায়ক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহবায়ক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আতিক মাহমুদ আকাশ, কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. খোরশেদ আলম,আহবায়ক কমিটির সদস্য দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী ও দৈনিক কলম সৈনিক প্রতিনিধি আব্দুল লতিফ।
এই আহ্বায়ক কমিটি আগামীতে নির্বাচন সম্পন্ন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা