রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি সোমবার উপজেলার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে নিলক্ষা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদ মেম্বার, ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মেম্বার ও ছাত্রলীগ নেতা কাইয়ুম সহ আওয়ামী লীগের সক্রিয় কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এদের অনেকেই ৫ আগষ্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের রাজনৈতিক খোলস পরিবর্তন করে ফেলেছেন বলেও জানা গেছে। দীর্ঘদিনের আওয়ামীলীগের রাজনীতি ছেড়ে এখন তারা আবার বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছে বলে দাবী করছেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।
মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারে কথা হলে মোর্শেদ মেম্বার বলেন, আমি আগে বিএনপিতে ছিলাম কিন্তু বিগত দিনে বিভিন্ন কারনে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হতে হয়েছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীলীগের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সাথে যুক্ত হয়েছি। এদিকে হানিফ মেম্বার বলেন, আমি আওয়ামীলীগে বা বিএনপি কোনটার সাথেই যুক্ত ছিলাম না। এখন নেই। ১৩ জানুয়ারী সোমবার নিলক্ষা ইউনিয়নের আতশ আলি বাজারে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজগর মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম শিবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কর্মী সম্মেলনটি। সম্মলনের ব্যানারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার ছবি না দিয়ে শুধু সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা নিয়ে দেখা দিয়ে নানা প্রশ্ন।
তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন কিছুই জানেন না বলে জানান।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌকির আহমেদ বলেন, তারা দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। আমরা একসাথে বিগত দিনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি। তারা এত দ্রুত দল পরিবর্তন করবো ভাবিনি।
কথা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর মোল্লার সাথে। তিনি বলেন, আমাদের এলাকাটি দূর্গম এলাকা। বিএনপির রাজনীতি করায় বিগত দিনে আমরা হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। তবুও দল পরিবর্তন করিনি। আর মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারে বিষয়ে কি বলবো বুজতে পারছিনা। বিগত দিনে বিভিন্ন কারণে সামাজিকতার স্বার্থে সবার সাথেই মিলেমিশে চলতে হয়েছে। আগামীদিনে এসব ভুলগুলো সামনে রেখে চলবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা