খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় নিজস্ব অর্থায়নে গরিব ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রায়পুরার কৃতি সন্তান জাতীয় প্রেস ক্লাবের দুইবার নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন।
রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদ মাঠে পরিষদের চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন নিজ হাতে উপস্থিত হত-দরিদ্রদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেছেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ঝিনাইদহ সরকারি লালন শাহ কলেজের প্রফেসর আতাউর রহমান, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযহারুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য আল-আমিন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা