খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরা অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ড্রেজার তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
শনিবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে আটক করা হয়।
রায়পুরা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম। এ সময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আটককৃতরা জানান, গত ৬ আগস্ট থেকে প্রতিদিনই ১৫-২০টি ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে চলছে। আজকে এসিল্যান্ড দুটি ড্রেজারসহ আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম জানান, ইজারা দেওয়ার স্থান থেকে বাহিরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় ২টি ড্রেজার জব্দ করা হয়। এসময় ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়।
আটককৃত ৪ জনের মধ্যে একজনকে ৪ লাখ টাকা ও বাকি ৩ জনকে ২ লাখ করে ৬ লাখ টাকাসহ সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা