নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, রাষ্ট্রপতি কর্তৃক ডাবল স্বর্ণ পদক প্রাপ্ত কৃতী কন্যা সোনিয়া আক্তারকে তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে এলাকাবাসির পক্ষ থেকে ঘটা করে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত সোনিয়া আক্তার বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল্যাকচারার পদে কর্মরত রয়েছেন।কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৯ জুলাই বুধবার বেলা ১১টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার বিশিষ্ট নাগরিক, ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভেকেট শিব শংকর দাস, বিশেষ অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. মলাই মিয়া, অধ্যক্ষ নিয়াজ মো. কাজল, প্রধান শিক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, নবীনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা বিপুল চন্দ্র সাহা, এবং নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
স্থানীয় সাংবাদিক নূরুল আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বাইশ মৌজা যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান।কৃষ্ণনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জসীম উদ্দিন, কৃষ্ণনগরের কৃতী ফুটবলার আলী আজ্জম স্বপন, কৃতী কন্যার চাচাতো ভাই মো. মনিরুল ইসলাম, খেলাঘর আসরের সেক্রেটারী, দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না ও সাবেক ছাত্রনেতা ব্রাহ্মণবাড়িয়া পৌর নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি এম, নাইমুর রহমান।
পরে সংবর্ধিত কৃতী কন্যা সোনিয়া আক্তারের হাতে আয়োজকদের পক্ষ থেকে দুটি সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র শিব শংকর দাস ও স্থানীয় এলাকাবাসি।
অনুষ্ঠানে বক্তারা একটি দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয়া সোনিয়া আক্তার তার শিক্ষা জীবনে ধারাবাহিক অসামান্য ফলাফল অর্জন করে রাষ্ট্রপতি কর্তৃক ডাবল স্বর্ণ পদক পাওয়ায় শিগগীরই নবীনগর উপজেলা সদরে স্থানীয় জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে অনুরূপ আরেকটি 'সংবর্ধনা' প্রদান করার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা