খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখর নগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ মিয়া (৪০) মৃত্যু হয় বলে জানা যায়। তাদের উভয় মৃত মান্নান মিয়ার ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর গ্রামে শহিদ মিয়া ও স্ত্রী সন্তানের মধ্যে সকাল বেলা ঝগড়া চলাকালে বড় ভাই এগিয়ে আসলে দু'ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে থাকা সাবলের আঘাতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, আজ সকালে পারিবারিক কলহের কারনে শহিদ মিয়া ও তার ঝগড়া হয় এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে এলোপাতাড়ি মারধর শুরু করে এরই জেরে শহিদ মিয়া ও তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে। এক পর্যায়ে ইদ্দিস মিয়া ক্ষোভে হাতে থাকা সাবল দিয়ে আমার স্বামীকে আঘাত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেন। নরসিংদী হাসপাতালে শহিদ মিয়ার মৃত্যু হয়।
এব্যাপারে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দিকা জানান, ছোট ভাই শহিদ মিয়া ও তার স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্দিস মিয়া ছোট ভাইকে আঘাত করে। তাদের মধ্যে পূর্বে কোনো প্রকার ঝগড়া বিবাদ ছিল না।
রায়পুরার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, উক্ত ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে মূল আসামী ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে আছে, রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা