খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাত হোসেন এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রায়পুরা প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকলে প্রেসক্লাব কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন। প্রেসক্লাব সভাপতি মো মোস্তফা খাঁনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ হাবিব ফরহাদ আলম এবং বিশিষ্ট কবি মোঃ মোহসীন খন্দকার।
সংবর্ধিত অতিথি মোঃ সাজ্জাত হোসেন সহ এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন, সহ সভাপতি রফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম শাহীন, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.কে.এম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য খন্দকার শাহ নেওয়াজ, হারুনুর রশিদ সহ সকল সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা